বার্সেলোনা ছাড়ার আগে মারামারিতে জড়িয়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। এবার নতুন যোগ দেয়া ক্লাব পিএসজিতে ঝগড়া করলেন নেইমার। তারও আবার খেলা চলাকালিন সময়ে ফ্রি কিক (পেনাল্টি) নেয়াকে কেন্দ্র করে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে,ফরাসি লিগে টানা ষষ্ঠ জয় পেয়েছে পিএসজি। নেইমার, এমবাপে ও কাভানিরা কেউ গোল করতে না পারলেও দুটি আত্মঘাতী গোলের সুবাদে লিওঁকে ২-০ ব্যবধানে হারায় এমেরির দল। তবে ম্যাচে ফ্রি কিক ও পেনাল্টি নেওয়া নিয়ে সেরা দুই তারকা নেইমার ওঁ কাভানির মধ্যে মৃদু কথা কাটাকাটি হয়।
ম্যাচের ৫৭ মিনিটে ফ্রি কিক পায় পিএসজি। কাভানি ফ্রি কিক নিতে গেলে তার হাত থেকে বল নিয়ে নেইমারকে দেন আলভেজ। ২১ মিটার দূর থেকে নেইমারের নেওয়া ফ্রি-কিক ডানে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লোপেজ।
ম্যাচের ৭৯ মিনিটে এমবাপেকে ডি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় পিএসজি। আর ওই স্পট কিক নিয়ে রীতিমত ঝগড়ায় লিপ্ত হন কাভানি ও নেইমার। তবে শেষ পর্যন্ত কাভানি নেওয়া শট ঠেকিয়ে দেন লোপেজ।