কিশোরী বান্ধবীকে আক্রমণ করার অপরাধে ৫হাজার ইউরো জরিমানা করা হয়েছে বায়ার্ন মিউনিখের ফরাসি আন্তর্জাতিক ফুটবল তারকা কিংসলি কোম্যানকে। গত বছর বান্ধবীকে আক্রমণ করেছিলেন তিনি।
জুনে নিজ বাসভবনে মডেল সেফরা গয়জনানকে আক্রমণের ঘটনায় আদালতে অপরাধী প্রমাণিত হন তিনি।
মেয়াক্সের আদালতের বিচারক দীর্ঘ শুনানি শেষে তাকে ৫০০০ ইউরো জরিমানা করেন। প্যারিস সেন্ট জার্মেইন ও জুভেন্টাসের সাবেক এই ফুটবল তারকার বিপক্ষে অনুষ্ঠিত শুনানিতে সাবেক ওই বান্ধবী হাজির ছিলেন।