অস্ট্রেলিয়ান ক্রিকেটে সৃষ্টি অচলাবস্থা এখনও নিরসন হয়নি। আগস্টের ১৮ তারিখ টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা রয়েছে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের। বাংলাদেশ সফর আদৌ অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন অস্ট্রেলিয়া আসবে। বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আশাবাদী অস্ট্রেলিয়া আসবে।
পাপন জানান, বিসিবি নিয়মিত যোগাযোগ রাখছে সিএর সঙ্গে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবির সঙ্গে। সিরিজ বাতিল হওয়ার মত এমন কিছু হয়নি। ওদের দেশে যা হচ্ছে, আশা করি তা খুব দ্রুত এ সমস্যা মিটে যাবে এবং সময় মতই সিরিজটি অনুষ্ঠিত হবে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সিপিএলে খেলতে যাওয়ার আগে অস্ট্রেলিয়াকে নিয়ে বলেন, ‘আগে অস্ট্রেলিয়া আসুক। বড় একটা গ্যাপ গেল। তাদের আসার মাধ্যমে মৌসুম শুরু হবে। তারা যদি না আসে, তাহলে সরাসরি দক্ষিণ আফ্রিকা গিয়ে আমাদের জন্য খেলাটা কঠিন হবে। আশা করি অস্ট্রেলিয়া আসবে এবং ভালো একটা সিরিজ হবে।’
অন্যদিকে, সম্প্রতি খেলাধুলা সংক্রান্ত জনপ্রিয় সাইট ক্রিকইনফোর এ প্রতিবেদনে বলা হয়েছিল, ‘বাংলাদেশ সফর সম্পর্কে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে মিশ্র বক্তব্য শোনা যাচ্ছে। কেউ বলছে এই সফরটি হবে। আবার কেউ বলছে হবে না।’
ক্রিকইনফো আরও বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নাকি ইতোমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে বার্তা দেয়া হয়েছে যে, সফরটি বাতিল হতে পারে- এমন একটি প্রস্তুতি নিয়ে রাখতে। দক্ষিণ আফ্রিকাকে যেভাবে ‘এ’ দলের সফর আয়োজন করে সেটাকে শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে। একইভাবে বাংলাদেশকেও বার্তা দিয়ে রাখা হয়েছে। যদিও এ বিষয়ে বিসিবি এখনও কিছু জানায়নি।’
ফলে বাংলাদেশের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আশা পর্যন্ত এ সফর নিয়ে শঙ্কা রয়েই গেছে। তবে যাই হোক অস্ট্রেলিয়ার এ সফরে আসুক এমনটাই আশা বিসিবিসহ ক্রিকেট ভক্তদের।